IQNA

জেরুজালেমে আমেরিকার গুপ্তচর যন্ত্র সংস্থাপন

11:58 - February 17, 2014
সংবাদ: 1374193
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকাকে জেরুজালেমে গুপ্তচর যন্ত্র সংস্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা সংস্থা ।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: যায়নবাদীদের সংবাদপত্র প্রকাশ করেছ, আমেরিকাকে জেরুজালেমে গুপ্তচরবৃত্তি যন্ত্র (যাতে উপগ্রহ এন্টেনার ব্যবস্থা রয়েছে) সংস্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা সংস্থা।
এন্টেনা বিশিষ্ট এই গুপ্তচরবৃত্তি যন্ত্রটি জেরুজালেমের স্যাটেলাইট সংকেতগুলোকে নিরীক্ষণ করবে।
এর পূর্বে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে এধরণের ইসরায়েলি গুপ্তচরবৃত্তি যন্ত্র পাওয়া গিয়েছে এবং এব্যাপারে সিরিয়ার সরকারী কর্মকর্তা জানিয়েছেন, এ গুপ্তচরবৃত্তি যন্ত্রটি নজরদারী, চিত্রগ্রহণ, তথ্য সংগ্রহ এবং প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
1373181

captcha