কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অগ্নিসংযোগ কৃত এপার্টমেন্টের এক অধিবাসী জানিয়েছেন, এ অগ্নিসংযোগের ফলে কেউ নিহত হয়নি। কিন্তু আগুন লাগার ফলে ঘরের সকল আসবারপত্র পুড়ে গিয়েছে। শুধুমাত্র একখণ্ড পবিত্র কুরআন সম্পূর্ণ অক্ষত রয়েছে। পবিত্র কুরআন শরিফটি একটি রুমে সংরক্ষিত ছিল এবং কোন প্রকার ক্ষতি সাধন ছাড়াই সম্পূর্ণ অক্ষত রয়েছে। তবে, এপার্টমেন্টের অন্যান্য আসবারপত্র পুড়ে ছাই হয়েছে গিয়েছে।
1374224