কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গত শুক্রবারে মালয়েশিয়ার ওলামাগণ কর্তৃক লিখিত এক পুস্তিকায় প্রকাশিত হয়েছে, পাশ্চাত্য থেকে আগত এ অনুষ্ঠান, শুধুমাত্র দু’জনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এতে পরিবারের সদস্য ও দম্পতি জীবনের কোন ভালবাসা ফুটে ওঠে না। আর এজন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত সকল উৎসব অনুষ্ঠান উদযাপন হারাম।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত সকল উৎসব অনুষ্ঠান উদযাপনের হারামের ফতোয়াটি মালয়েশিয়ায় সর্বপ্রথম ২০০৬ সালে জারি করা হয়।
এদিকে মালয়েশিয়ার কিছু যুবক জানিয়েছেন, তারা এ ফতোয়া সম্পর্কে অবগত রয়েছে এবং ভ্যালেন্টাইন্স ডে পালন করে না।
ভ্যালেন্টাইন্স ডে একটি খ্রিস্টান সংস্কৃতি যা ১৪ই ফেব্রুয়ারিতে পালন করা হয়। পাশ্চাত্যদের প্রচার করার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের মধ্যে এ সংস্কৃতি প্রবেশ করেছে।
এছাড়াও ইন্দোনেশিয়ার ধর্মীয় ওলামাগণ ইসলাম ধর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাশ্চাত্যদের অনুষ্ঠান, বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে হুশিয়ার দিয়েছেন।
66108