মিশরীয় দৈনিক ‘আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ইন্দোনেশিয়ার ‘শরিফ হেদায়াতুল্লাহ’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড এসোসিয়েশন ফর আল-আযহার গ্রাজুয়েট্স’র ইন্দোনেশীয় শাখা প্রধান ‘মুহাম্মাদ কুরাইশ শাহাবে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ইরান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও মিশরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। এতে কুরআন ও এর তাফসির ভিত্তিক বিভিন্ন বিষয় আলোচিত হবে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড এ্যাসোসিয়েশন ফর আল-আযহার গ্রাজুয়েট্সের ‘দাকাহলিয়া’ শাখা প্রধান মুহাম্মাদ আবু-যাইদ আল-আমির এ সম্মেলনে উপরোক্ত বিষয়ের উপর একটি প্রবন্ধ পেশ করবেন।