কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামিক বিশ্বের প্রাচীনতম হস্তলিখিত কুরআন শরিফের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইয়েমেনের সংস্কৃতি মন্ত্রী ‘আব্দুল্লাহ আওয়ায়েল মানযুক’ বলেন, ইয়েমেনের কাছে সর্বশ্রেষ্ঠ হস্তলিখিত কুরআন শরিফের ভাণ্ডার রয়েছে এবং এ ভাণ্ডার সংরক্ষণের প্রয়োজন রয়েছে।
‘আব্দুল্লাহ আওয়ায়েল মানযুক’ সংস্কৃতি’র ক্ষেত্রে তুরস্কের সাথে ইয়েমেনের সহযোগিতার আলোকে বলেন, তুরস্কের সহযোগিতায় ইসলামিক বিশ্বের প্রাচীনতম হস্তলিখিত কুরআন শরিফের চিত্র প্রদর্শনী সম্ভব হয়েছে।
ইয়েমেনের সংস্কৃতি উপ মন্ত্রী ‘মুকাব্বেলুত তাম্মাল আহমাদী’ এ প্রদর্শনীর আলোকে গুরুত্বারোপ করে বলেন, উক্ত প্রদর্শনীতে ইসলামী বিশ্বের প্রাচীনতম হস্তলিখিত কুরআন শরিফের চিত্র প্রদর্শনী এবং ইয়েমেনের বিখ্যাত লেখকদের চিত্র বিশেষ করে হামেদানী, নাশওয়ানুল হামিরি এবং খাযারজী চিত্র প্রদর্শন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ প্রদর্শনীর পাশাপাশি ইসলামিক ঐতিহ্যের আলোকে গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের আলোকে সেমিনার অনুষ্ঠিত হবে।
1375077