Uoif-online ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফ্রান্সের ১২তম জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা এদেশের ইসলামি সংস্থাসমূহের উদ্যোগে এবং ইউরোপের কুরআন বিষয়ক সংস্থা ও অন্যান্য মুসলিম সংস্থার সহযোগিতায় ফ্রান্সের মুসলমানদের ৩১তম বার্ষিক পূণঃমিলনের অবকাশে অনুষ্ঠিত হবে।
ফ্রান্সের ইসলামি সংস্থাসমূহ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই অনুর্ধ্ব ৩০ বছর বয়সের হতে হবে এবং আগামী শুক্রবার নাগাদ প্রতিযোগিতায় অংশগ্রহণের বিশেষ ফরম নির্ধারিত কার্যালয়ে জমা দিতে হবে।
এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব এ দেশের বিভিন্ন শহর ও প্রদেশে অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত প্রতিযোগীরা প্রাদেশিক প্রতিনিধি হিসেবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে প্রতিযোগীকে কমপক্ষে শতকরা ৭০ ভাগ নাম্বার পেতে হবে।
এছাড়া বিগত বছরগুলোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পূর্বের ন্যায় একই বিভাগে অংশগ্রহণের সুযোগ থাকছে না। প্রতিযোগিতার গত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা মোট ৬টি বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ; পূর্ণ কুরআন (৩০ পারা), ৩০তম পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা ও ২ পারা। শেষের তিনটি বিভাগ অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের জন্য নির্ধারিত এবং প্রথম তিনটি বিভাগ ১৮ থেকে ৩০ বছরের প্রতিদ্বন্দীরা অংশগ্রহণ করতে পারবে।