IQNA

গাম্বিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু

23:36 - March 03, 2014
সংবাদ: 1382537
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : গাম্বিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতা গত শুক্রবার (১ মার্চ) শুরু হয়েছে।

All Africa ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতীয় এ কুরআন প্রতিযোগিতা বিগত ১৫ বছর ধরে দেশের ‘সালিকনী’ অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমদিকে এ প্রতিযোগিতা প্রতি তিন মাসে একবার করে অনুষ্ঠিত হত। কিন্তু বিপুল পরিমাণে প্রতিদ্বন্দীদের অংশগ্রহণের কারণে বর্তমানে বছরে একবার আয়োজিত হয়।
গত শুক্রবার জাতীয় এ কুরআন প্রতিযোগিতা এবং এর অবকাশে আয়োজিত অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণের জন্য হাজার হাজার মুসলমান ‘সালিকনী’ অঞ্চলে সমবেত হয়েছে।
এ কর্মসূচী চলাকালীন সময়ে প্রতিদিন সকালের অধিবেশনে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং রাতে ইসলামি শিক্ষার বিষয়ে আলেমগণ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতা আয়োজনকারীদের ভাষ্যমতে চলতি বছর প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি অত্যাধুনিক একটি মসজিদ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, গাম্বিয়ার বাদিবু অঞ্চলে অন্তর্ভুক্ত সালিকনী অঞ্চলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাম্বিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদটিও এ গ্রামে অবস্থিত।#1381287

captcha