IQNA

গ্যাবন প্রজাতন্ত্রে দশ হাজার কুরআন অনুদান করলেন মরক্কোর বাদশাহ

18:51 - March 09, 2014
সংবাদ: 1385016
আন্তর্জাতিক বিভাগ: মরক্কোর বাদশাহ গত শুক্রবার (৭ম মার্চ) গ্যাবন প্রজাতন্ত্রের বিভিন্ন মসজিদের উদ্দেশ্যে সে দেশের ধর্মীয় কর্তৃপক্ষের নিকট দশ হাজার কুরআন শরিফ অনুদান করেছেন।

‘lematin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মরক্কোর বাদশাহ ‘মালেক মুহাম্মাদ শিশাম’ গ্যাবান প্রজাতন্ত্রের রাজধানী লিব্রুভিলের ‘দ্বিতীয় হাসান’ নামক মসজিদে ৭ম মার্চে জুম্মার নামাজ আদায় করেছেন। জুম্মার নামাজের পরে মালেক মুহাম্মাদ শিশাম, গ্যাবন প্রজাতন্ত্রের বিভিন্ন মসজিদে দশ হাজার কুরআন অনুদানের খবর জানান।
উক্ত পবিত্র কুরআন শরিফগুলো ‘মুহাম্মাদ শিশাম’ কুরআন প্রকাশনালয় থেকে প্রিন্ট করা হয়েছে এবং খুব শীঘ্রই গ্যাবন প্রজাতন্ত্রেরবিভিন্ন মসজিদে অনুদান কৃত কুরআন শরিফগুলো বিতরণ করা হবে।
1383984

captcha