বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের নাসিরিয়া শহরের দারুল কুরআন ইনস্টিটিউটের প্রধান ‘রায়াদ আদনান শাযার আন-নাসেরী’ জানিয়েছেন : নাজাফে আশরাফের আঞ্জুমান-এ-কুরআনে কারিম উম্মে আবিহা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাত্সরিক এ কুরআন মাহফিলের আয়োজন করে।
তিনি বলেন : দ্বিতীয় বারের মত আয়োজিত এ কুরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত ক্বারী হামেদ শাকের নেজাদ এবং আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন ইরাকি ক্বারী সাইয়্যেদ হাসনাইন আল-হালু তেলাওয়াত করবেন।
রায়াদ আদনান আরো জানান : এ কুরআন মাহফিল মাগরিব ও এশার নামাযান্তে নাজাফে আশরাফের ঐতিহাসিক মসজিদে হান্নানাহ’তে অনুষ্ঠিত হবে।# 1387353