IQNA

কেনিয়ায় কুরআন প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড শুরু

10:43 - March 24, 2014
সংবাদ: 1389232
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী’র সমসময়ে কেনিয়ার হেফজ ও কারায়াত বিষয়ক প্রতিযোগিতা ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। এতে বিজয়ীগণ চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতা নাইরোবিতে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় বিচারকে দায়িত্ব পালন করছেন রাসুলে আকরাম (স.) বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নাইরোবি’র জাফারী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক শেইখ উমার মুওয়ামতুঞ্জা এবং রাসুলে আকরাম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শেইখ রামাজান বালামা।
বিচারকগণ সিরিয়া ও ইরানে পড়াশুনা করেছেন। এরপূর্বেও তারা বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, কেনিয়ায় সারা দেশ ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীগণ এ দু’টি বিভাগে কেনিয়ার প্রতিনিধি হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরানে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।#1389146

captcha