IQNA

মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে না তুরস্ক ও কাতারকে

9:03 - March 31, 2014
সংবাদ: 1390015
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তুরস্ক ও কাতারের প্রতিদ্বন্দীদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়। এ প্রতিযোগিতা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আল-কুদস আল-আরাবির উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : মিশরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মিশর ও মুহাম্মাদ মুরসীকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে রাজনৈতিক অবস্থানের কারণে কাতারকে এবং আল-আযহার ইসলামি বিশ্ববিদ্যালয়কে অবমাননার কারণে তুরস্ককে এ প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়নি।
গত ২৮শে মার্চ এ মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে : এ পর্যন্ত ৪০টি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। প্রতিযোগিতা আগামী ৫-১০ এপ্রিল মিশরীয় ও অমিশরীয় বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মিশরের আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতা বিশ্বের বিখ্যাত প্রতিযোগীতাসমূহের অন্যতম। রাজনৈতিক অস্থিরতার কারণে গত ২ বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।#1389723

captcha