IQNA

পবিত্র রমজান মাসে;

অস্ট্রেলিয়ায় প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

22:09 - April 14, 2014
সংবাদ: 1395364
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতা আসন্ন পবিত্র রমজান মাসে সিডনী ও মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে।

   Aiqc ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা ৪টি হেফজ বিভাগে -পূর্ণ কুরআন (৩০ পারা), ১৫ পারা, ৫ পারা এবং ২ পারা (অনুর্ধ্ব ১৫ বছরের অংশগ্রহণকারীদের জন্য)- অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থা –যারা অস্ট্রেলিয়ার মুসলমান ও কুরআন বিষয়ক কার্যক্রমে সহযোগিতা করে থাকে- এ প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পালন করছে। অস্ট্রেলিয়ায় কুরআন ভিত্তিক সংস্কৃতির প্রসার এবং ঐশী গ্রন্থ কেন্দ্রীক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করণ এবং এদেশের জনগণকে পবিত্র কুরআনের প্রতি আকৃষ্ট করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া হেফজ ও কিরাত বিভাগে উন্নতি, সমাজে হাফেজদের স্থানকে শক্তিশালী করণ ও তাদেরকে সহযোগিতা, মুসলিম শিশুদের মাঝে কুরআনের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন দেশের কুরআনিক সমাজের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন।#1394544

captcha