IQNA

পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)-এর হস্তলিখিত কুরআন প্রকাশিত হবে

23:37 - April 16, 2014
সংবাদ: 1396421
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত আমিরুল মু’মিনিন আলীর (আ.) মাজার কর্তৃপক্ষের উদ্যোগে ইমাম আলীর (আ.) হস্তলিখিত কুরআন মুদ্রিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমিরুল মু’মিনিন আলীর (আ.) মাজার কর্তৃপক্ষ ইসলামের প্রাচীন ও দুর্লভ হস্তলিখিত গ্রন্থাবলীর মুদ্রণের কর্মসূচী গ্রহণ করেছে। এ কর্মসূচী বাস্তবায়িত হবে ইমাম আলীর (আ.) হস্তলিখিত একটি দুর্লভ কুরআন মুদ্রণের মধ্য দিয়ে।
ইরাকের শিয়া আওকাফ অধিদপ্তরের প্রধান সাইয়েদ সালেহ আল হায়দারী এ সম্পর্কে বলেন: ইমাম আলীর (আ.) হস্তলিখিত কোরআন; ইসলামের দুর্লভ সম্পদ ও ঐতিহ্য। তাই এটি আধুনিক প্রযুক্তিতে মুদ্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কুরআনটি মুদ্রণের পর তা সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব ব্যক্তিত্ব আমিরুল মু’মিনিন আলীর (আ.) মাজার জিয়ারতের জন্য আসবেন তাদেরকে এ কুরআনের কপি উপহার হিসেবে দেয়া হবে।
1393058

captcha