Icnaconvention ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে; সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত (৮ থেকে ১০ বছরের শিশুদের জন্য), সূরা মুলক থেকে মুরসিলাত পর্যন্ত (১১ থেকে ১৩ বছর) এবং সূরা মুজাদিলাহ থেকে তাহরিম পর্যন্ত (১৪ থেকে ১৬ বছর)।
যুক্তরাষ্ট্রের উত্তর অঞ্চলের মুসলমানদের বাত্সরিক সমাবেশের অবকাশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩৯তম এ সমাবেশ আগামী ২৪ থেকে ২৬শে মে মেরিল্যান্ড প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সমাবেশ, মুসলিম সমাজের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি, ইসলাম ও মুসলমানদের বিষয়ে ভুল ধারণা দূর করা এবং প্রকৃত ইসলাম ধর্মের পরিচয় তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবছর আয়োজিত হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট বক্তা ও চিন্তাবিদগণ এতে উপস্থিত থাকবেন এবং ইসলাম ও মুসলমানদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন।
মহান আল্লাহর প্রতি ঈমানের অর্থ, মানব জীবনে ধর্মের ভূমিকা, মহান প্রতিপালকের সামনে নিজেকে সমার্পন করা, সমাজ ও প্রতিবেশীদের বিপরীতে একজন মুসলমানের কর্তব্য ইত্যাদি বিষয় এ সমাবেশে পর্যালোচিত হবে।#1398274