‘one-million-quran’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ‘এক মিলিয়ন কুরআনের পাণ্ডুলিপি’ ইসলামিক আঞ্জুমান ‘আমন্ত্রণ ও সংহতি’ প্রকল্পের মাধ্যমে আফ্রিকান দেশ সমূহে মধ্যে বিনামূল্যে কুরআন বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ প্রকল্প অনুসারে প্রথম পদক্ষেপ হিসেবে ক্যামেরুন ভ্রমণ করবে।
উক্ত ইসলামিক আঞ্জুমান সকল জনসাধারণকে পাঁচ ইউরো অনুদানের মাধ্যমে আফ্রিকায় বিনামূল্যে কুরআন বিতরণ প্রকল্পে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছে।
প্রচারাভিযানের কর্মকর্তাগণ
‘আমন্ত্রণ ও সংহতি’ প্রচারাভিযান কর্মকর্তাগণ জানিয়েছে: এক মিলিয়ন কুরআন বিতরণ প্রকল্প সর্বপ্রথম ফ্রান্সে ২০১৩ সালে শুরু হয়। অতঃপর মরক্কো, মলি, সেনেগাল, কমোরোস, কঙ্গো এবং মরিতানিয়ায় অব্যাহত ছিল এবং বর্তমানে আফ্রিকান দেশ সমূহে বিতরণ কর্ম শুরু করা হবে।
1399812