‘The Nation’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২৬শে এপ্রিলে শুরু হয়েছে এবং পাকিস্তান সহ ইসলামি বিশ্বের বিশিষ্ট ক্বারিগণ উপস্থিত ছিলেন।
সহস্রাধিক দর্শনার্থীদের উপস্থিতিতে উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ক্বারিগণ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।
পাঞ্জাব প্রদেশের সমাজকল্যাণ সংস্কার প্রধান এবং ট্রেজারি’র সচিব সৈয়দ হারুন আহমেদ সুলতান জানিয়েছেন: মানব জাতির সুখী জীবনযাপনের পথ নির্দেশক হিসেবে পবিত্র কুরআনই যথেষ্ট এবং এ আসমানি গ্রন্থের শিক্ষাগুলো অনুসরণ মানে দুনিয় ও আখিরাতে শান্তি লাভ করা।
উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল সওতুল কারা আঞ্জুমানের প্রধান নুয়িদ আহমেদ ঘোষণা করেছেন। পাকিস্তানের তিনজন পুরুষ এবং দু’জন নরী প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছে এবং তাদের পুরস্কার হিসেবে হজ্ব যাত্রার টিকিট প্রদান করা হয়েছে।
1400448