‘ইখওয়ান অনলাইন’-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : এ প্রতিযোগিতা ২০টি দেশের প্রতিদ্বন্দীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিচারকের দায়িত্ব পালন করছেন সৌদি আরবসহ অন্যান্য দেশের বিশিষ্ট বিচারকগণ।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিউনিশিয়ার গ্রান্ড মুফতি ‘হামদু সাঈদ’ ও কয়েকটি ইসলামি দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
তিউনিশিয়ার ধর্মমন্ত্রী ‘মুনির তালিলী’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিযোগিতার চতুর্থ আসরে অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানিয়ে এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ব্যক্ত করেন।
প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান সালেম বিন মুহাম্মাদ আল-শানকিতী এ প্রতিযোগিতা আয়োজনের জন্য তিউনিশিয়া কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন : পবিত্র কুরআনের হেফজের উপর পারদর্শীতা অর্জন শুধুমাত্র অনুশীলন ও ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে সম্ভব।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা আগামী ৯ই মে নাগাদ অব্যাহত থাকবে। প্রতিযোগিতার অবকাশে কুরআন বিষয়ক বিভিন্ন আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিযোগিতার এ আসরে ইরানের প্রতিনিধিত্ব করছেন পায়মান ইয়াজি ও মাহমুদ নৌরুজী। তারা তেলাওয়াত ও ১৫ পারা হেফজ বিভাগে অংশগ্রহণ করবেন।#1402711