IQNA

কাতারে মুদ্রিত হবে ১০ মিলিয়ন কুরআন শরিফ

9:37 - May 12, 2014
সংবাদ: 1405984
আন্তর্জাতিক বিভাগ: কাতারের ‘আব্দ বিন মুহাম্মাদ আলে সানি’ দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় ১০ মিলিয়ন কুরআন প্রিন্ট করা হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১০ মিলিয়ন কুরআন প্রিন্টের জন্য ‘আব্দ বিন মুহাম্মাদ আলে সানি’ দাতব্য প্রতিষ্ঠানে এক মিলিয়ন কাতারি রিয়াল বিনিয়োগ করেছে।
উক্ত কুরআন শরিফ প্রিন্ট হওয়ার পর ১০ মিলিয়ন কুরআন শরীফের মধ্যে এক লাখ কুরআন শরীফ টোগো এবং আইভরি কোস্টের মুসলমানদের মধ্যে বিতরণ করা হবে।
এছাড়াও কাতারের শেখ আব্দ দাতব্য প্রতিষ্ঠান ২৯ ও ৩০ পারা কুরআন শরীফ প্রিন্ট করে টোগো ও আইভরি কোস্টে বিতরণ করা হবে।
বলাবাহুল্য, ১০ মিলিয়ন কুরআন শরীফ প্রিন্টের জন্য বাহরাইনও সহযোগিতা করছে।
1405498

captcha