IQNA

বিশ্বকাপ চলাকালীন সময় আড়াই লাখ কোরআন শরিফ বিতরণ করা হবে

18:01 - May 22, 2014
সংবাদ: 1409678
আন্তর্জাতিক বিভাগ : কুয়েতের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত কোরআন বিভাগ জানিয়েছে, ৪টি ভিন্ন ভাষায় অনূদিত আড়াই লাখ কোরআন শরিফ ব্রাজিল বিশ্বকাপ চলাকালীন সময়ে বিতরণ করা হবে।

আশ-শুরুক আর-রিয়াদ্বী ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : কুয়েতের কোরআন বিষয়ক এ বিভাগ ঘোষণা করেছে যে, আগামী মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বিতরণের উদ্দেশ্য পবিত্র কুরআন সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে।
স্পেনিশ, পর্তুগীজ, ফরাসী এবং ইংরেজী ভাষায় অনূদিত আড়াই লক্ষ কোরআন শরিফ ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা ফুটবল প্রেমীদের মাঝে বিভিন্ন হোটেল, স্টেডিয়ামসহ গণস্থানসমূহে বিতরণ করা হবে।
কিন্তু এত অল্প সময়ের মধ্যে কোরআন শরিফ ছাপা, প্যাকেটিং ও ব্রাজিল প্রেরণের কাজ সম্পন্ন করতে পারবে কি না এ বিষয়টি প্রশ্নের সম্মুখীন।
তাছাড়া ফিফা নির্ধারিত আইনের ভিত্তিতে বিশ্বকাপের কোন স্টেডিয়ামের ৫ কিলোমিটারের মধ্যে ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ক কোন লেখা বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে এ সিদ্ধান্ত আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী সর্বমোট ৩২টি দলের মধ্যে ইরান ও আলজেরিয়া ইসলামী দেশসমূহের প্রতিনিধিত্ব করছে। আগামী ১৩ই জুন থেকে ১৩ জুলাই নাগাদ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।#1409086

captcha