IQNA

ভারতে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ইরানি প্রতিযোগীর দ্বিতীয় স্থান লাভ

16:36 - May 28, 2014
সংবাদ: 1411959
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইরানি প্রতিযোগী হাসান যারনুশে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুম্বাইয়ে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর মাহদী হাসান খানী এ তথ্য দিয়ে জানিয়েছেন : আন্তর্জাতিক এ প্রতিযোগিতা হযরত মহানবী (স.) এর নবুওত প্রাপ্তি দিবসে (মঙ্গলবার) সমাপ্ত হয়েছে। এতে ইরানি প্রতিদ্বন্দী দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
প্রতিযোগিতার বিজ্ঞপ্তির ভিত্তিতে দ্বিতীয় স্থান অধিকারীকে ২৫০০০ রুপি প্রদান করা হয়েছে।
বলাবাহুল্য, এ প্রতিযোগিতায় বাঙ্গালুরু’র বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মুফতি মুহাম্মাদ আশরাফ আলী এবং এ অঞ্চলের দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

1411870

captcha