Lemag ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হেফজ ও তেলাওয়াত বিষয়ক মরক্কোর জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাসের ১৬ ও ১৭ তারিখে রাজধানী রাবাতে’র ‘আস-সুন্নাহ’ মসজিদে অনুষ্ঠিত হবে।
মরক্কোর ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, প্রাদেশিক পর্বের বিজয়ীগণ চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
বিবৃতির অপর অংশে বলা হয়েছে যে, হেফজ ও তেলাওয়াত ভিত্তিক এ প্রতিযোগিতার বিজয়ীগণকে আগামী ২০শে রমজান মরক্কোর পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।#1411545