কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ওমর মুকাররম’ মসজিদের পেশ ইমাম এবং খতিব ‘শেখ মাযহার শাহীন’ ফেসবুকে লিখেছেন: ইন্দোনেশিয়ান সরকারকে সকল মুসলমানদের নিকট ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর বানী পবিত্র কুরআনের মাধ্যমে মানুষের নিকট পৌঁছেছে এবং এই পবিত্র গ্রন্থের স্থান সর্ব্বোচ্চতে এবং সকল মুসলমানের অন্তরে এর স্থান রয়েছে। সুতরাং গান অথবা অপেরা স্টাইলে পবিত্র কুরআন পাঠ করা হারাম।
তিনি আরও লিখেছেন: এ কর্মের মাধ্যমে পবিত্র কুরআন শরীফকে অবমাননা করা হয়েছে। পবিত্র কুরআন শুধুমাত্র একটি গ্রন্থই নয় বরং মহান আল্লাহর বানী এ গ্রন্থে উল্লেখ রয়েছে।
মহান আল্লাহ পবিত্র কুরআন নাযিল করেছেন শিষ্টাচার সহকারে তেলাওয়াত করার জন্য এবং এর মাধ্যমে সকল অন্ধকার আলোর দিকে প্রতিফলিত হয়।
‘শেখ মাযহার শাহীন’ আরও জানিয়েছেন: আমি ইন্দোনেশিয়ার নিকট কনসার্টের মাধ্যমে গানের স্টাইলে কুরআন পাঠ করা বন্ধ এবং আনুষ্ঠানিক ভাবে বিশ্বের সকল মুসলমানের নিকট ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গানের স্টাইলে কুরআন পাঠ করার অর্থ হচ্ছে পবিত্র কুরআনের প্রতি অত্যাচার করা।
শেখ মাযহার সর্বশেষে আল আজহার এবং মিশরের দাতব্য মন্ত্রণালয় ও দারুল এফতার নিকট এ অপরাধ মূলক কর্মের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বলাবাহুল্য, সামাজিক নেটওয়ার্ক ‘ইউটিউবে’ সঙ্গীত এবং অপেরা স্টাইলে ইন্দোনেশিয়ান এক যুবকের কুরআন পাঠ করা প্রকাশ করেছে। কুরআন অবমাননাকর এ ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে মুসলমানেরা তীব্র নিন্দা জানিয়েছেন।
1410967