আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল ৩১শে মে প্রতিদ্বন্দিতা শেষে হেফজ ও তেলাওয়াত বিভাগে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিদ্বন্দীদের নাম ঘোষণা করা হয়।
হেফজ বিভাগের সেমি ফাইনালে অংশগ্রহণকারী ৩৯টি দেশের প্রতিদ্বন্দীদের মধ্য থেকে ইরানসহ ৫টি দেশের প্রতিদ্বন্দী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে।
তেলাওয়াত বিভাগের সেমিফাইনালে অংশগ্রহণকারী ২৫টি দেশের প্রতিদ্বন্দীদের মধ্য থেকে ইরানসহ ৬ দেশের প্রতিদ্বন্দীগণ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন।
তেলওয়াত বিভাগে যথাক্রমে ; ফিলিপাইনের মুহাম্মাদ আসকার, ইরানের জাফার ফারদি, আফগানিস্তানের আহমাদ হুসাইন বেলাল, তানজানিয়ার মুহাম্মাদ রামাজানী আইদী বিন্দাহ, তাজিকিস্তানের সামারুদ্দীন আহমাদোভ ও মিশরের মুহাম্মাদ ইউসুফ ইব্রাহিম চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া হেফজ বিভাগে : ইরানের বেহযাদ হাজবেরি, মিশরের আব্দুল আযিয আহমাদ আব্দুল আযিয আব্দুল কাদের, ইন্দোনেশিয়ার মুহাম্মাদ লুতফি সুলাইমান, নাইজারের হারুন মামাদু হাসান ও আফগানিস্তানের মুতিউল্লাহ মুতমাইন চূড়ান্ত প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করবেন।
বলাবাহুল্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আজ রোববার (১লা জুন) রাজধানী তেহরানে বিকাল ৪টায় শুরু হবে। চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠান রাত ১০:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে।#1412935