IQNA

ভ্যাটিকানে পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি

23:39 - June 07, 2014
সংবাদ: 1414976
আন্তর্জাতিক বিভাগ: খুব শীঘ্রই প্রথমবারের মতো ইসলামিক দোয়া এবং পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভ্যাটিকানে শোনা যাবে।

আন্তর্জাতিক বিভাগ: ইসলামিক দোয়া এবং পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভ্যাটিকানে পড়ার অনুমোদন দিয়েছে বিশ্বের ক্যাথলিক সমূহের নেতা ফ্রান্সিস পোপ।
ভ্যাটিকানের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এ অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বলাবাহুল্য, খৃস্টান ধর্মের অনুসারীগণের মধ্যে প্রায় এক বিলিয়ন অনুসারী বিশ্বের ক্যাথলিক সমূহের নেতা ফ্রান্সিস পোপ এবং ক্যাথলিক কেন্দ্রের অনুসারই করে এবং খৃস্টান ধর্মের মধ্যে সর্ববৃহৎ ফিরকা (সম্প্রদায়)।
1414771

captcha