‘elmoudjahid’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ার ধর্ম মন্ত্রী জানিয়েছেন: ১১তম আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত এবং হেফজ প্রতিযোগিতা ২০ থেকে ২৬শে রমজানের মধ্যে ৬৬টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে মাধ্যমে ‘দারুল ইমাম মুহাম্মাদিয়া’ শহরে অনুষ্ঠিত হবে।
আলজেরিয়ার ধর্ম মন্ত্রণালয়ের সহপরিচালক ‘মুহান্দ আযওয়াক’ জানিয়েছেন: আলজেরিয়ার প্রেসিডেন্ট ‘আব্দুল আজিজ বোতেফ্লিকারের’ তত্ত্বাবধানে উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১১তম আন্তর্জাতিক প্রতিযোগিতা দু’টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে ২৫ বছরের নীচে ৬৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করবেন। ১৫ বছরের নীচে আলজেরিয়ার জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের শাবে কদরের রাত্রে আলজেরিয়ার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন ইসলামিক দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
‘মুহান্দ আযওয়াক’ আরও জানান: ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উত্তীর্ণদের যথাক্রমে এক মিলিয়ন দিনার, ৮০ মিলিয়ন সান্টিম, ৬০ মিলিয়ন সান্টিম অনুদান করা হবে এবং জাতীয় পর্যায়ে উত্তীর্ণদের যথাক্রমে ৫০, ৪০ এবং ২০ মিলিয়ন সান্টিম অনুদান করা হবে।