‘Bernama’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৫৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা ‘আব্দুল হালিম’ তার মূল্যবান বক্তব্যে বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন: ইসলামের শত্রুরা প্রতিনিয়ত শান্তির ধর্ম ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত না জনগণ একত্রিত হবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ প্রতিশ্রুতি তথা বিজয় ও সাফল্য সম্ভব নয়।
মালয়েশিয়ার রাজা ‘আব্দুল হালিম’ আরও জানান: বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। যাতেকরে ইসলামের শত্রুদের সকল বাধা এবং চক্রান্তর মোকাবেলা করতে সক্ষম হয়।
বলাবাহুল্য, মালয়েশিয়ায় ৫৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৫ দিন ব্যাপী একাধার অব্যাহত থাকবে এবং বিশ্বের ৫২টি দেশের ৬৮ জন নারী ও পুরুষ প্রতিযোগী হেফজ এবং তেলাওয়াত বিভাগে অংশগ্রহণ করবেন।
1418447