Entv.dz ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : আলজেরিয়ার ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ ঈসা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৪৩টি দেশ তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ১১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা হেফজ, তাফসির ও তাজবিদ বিষয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুহাম্মাদ ঈসা আরো জানান : প্রতিযোগিতার পূর্বের ১১টি পর্বের উপর একটি ডক্যুমেন্টরি নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, রাজধানী আলজিয়ার্সে অবস্থিত জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতা এবং আলজেরিয়ার অনুর্ধ্ব ১৫ বছরের কিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব গত সোমবার থেকে আলজেরিয়ায় শুরু হয়েছে। উল্লেখ্য, আলজেরিয়ার ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ২০ থেকে ২৬ রমজান আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেল আযিয বুতেফলিকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এতে ইরানের প্রতিনিধিত্ব করছেন আলি রেজা ফেইজী।