কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের তানতা শহরের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন এ পরিকল্পনার মধ্যে মিশরের বিভিন্ন শহর থেকে কুরআন সংগ্রহ করে তা আফ্রিকার বিভিন্ন দেশে বিতরণ করা হবে।
উক্ত পরিকল্পনার কর্মকর্তা ‘মুস্তাফা নাবীল’ জানিয়েছেন: মিশরের বিভিন্ন শহরের বাসগৃহ সংগৃহীত অতিরিক্ত কুরআন শরীফ, সাধারণত যেগুলো পড়া হয় না, সেগুলো সংগ্রহ করে আফ্রিকার জনগণের মধ্যে বিতরণ করা হবে।
তিনি আরও বলেন: সংগৃহীত কুরআন শরীফ যদি ইংরাজিতে অনুবাদ হয় তাহলে আফ্রিকার মুসলমানদের জন্য অনেক উপকার হবে।
উক্ত পরিকল্পনা বাস্তবায়নের সহায়তার ক্ষেত্রে মুস্তাফা নাবীল জানান: মিশরীয় অধিবাসীরা যদি ইচ্ছা করে তাহলে আফ্রিকার মুসলমানদেরকে অনুদান করার জন্য
ইংরাজিতে অনুবাদকৃত পবিত্র কুরআন শরীফ ক্রয় করে আমাদের নিকট জমা দিতে পারে।
জনাব নাবীল সর্বশেষে জানান, সংগৃহীত পবিত্র কুরআন শরিফগুলো মিশরের সামাজিক সংহতি মন্ত্রণালয়ের সহায়তায় ‘ইসলামী তাবলীগ’ সংঘটন আফ্রিকার বিভিন্ন দেশে প্রেরণ করবে।
1422639