‘french.peopledaily’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চীন এবং মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘চীন এবং মালয়েশিয়ার ইসলামিক সংস্কৃতি’ সম্মেলন জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
চীনের ইসলামিক সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে: ‘চীন এবং মালয়েশিয়ার ইসলামিক সংস্কৃতি’ সম্মেলন এবং বিভিন্ন ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরীফ প্রদর্শন জুলাই মাসের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে চীন এবং মালয়েশিয়ায় ইসলাম ধর্মের অবস্থান, দু’দেশের মুসলমানদের দৈনন্দিন জীবনীর আলোকে চিত্র প্রদর্শন, দু’দেশের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য সমূহ, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং হালাল খাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন ভাষায় পবিত্র কুরআন অনুবাদ প্রদর্শনী। চীনা, উইঘুর, কিরগিজ এবং কাজাখ ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরিফ সহ এক খণ্ড অতি মূল্যবান এবং নিদারুণ পবিত্র কুরআন শরিফ প্রদর্শন করা হবে। এ নিদারুণ কুরআন শরীফটির ওজন ৮৬ কেজি এবং ২০৮ মিটার দীর্ঘ। উক্ত কুরআন শরীফটি চীনের আশি জন মুসলিম কাগজ কাস্টিং শিল্পী কর্তৃক প্রস্তুত করা হয়েছে।
1422814