IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে আর্মেনিয়ায় সুরা ওয়াকিয়াহ’র হেফজ প্রতিযোগিতা

2:24 - July 04, 2014
সংবাদ: 1425438
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে আর্মেনিয়ার ‘কাবুদ ইরওয়ান’ মসজিদের পক্ষ থেকে সুরা ওয়াকিয়াহ’র হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আর্মেনিয়ার সকল মুসলমানকে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথম রমজান থেকেই নিমন্ত্রণ জানানো হয়েছে।
আর্মেনিয়ায় সুরা ওয়াকিয়াহ’র হেফজ প্রতিযোগিতা ২৬শে রমজান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ‘কাবুদ ইরওয়ান’ জামে মসজিদের দারুল কুরআনে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, উক্ত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের ঈদুল ফিতরের দিনে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
1424566

captcha