IQNA

কাতারে সশস্ত্র বাহিনীদের জন্য কুরআন হেফজ প্রতিযোগিতা

2:26 - July 04, 2014
সংবাদ: 1425439
আন্তর্জাতিক বিভাগ: কাতারের বিন ওমরান শহরের ‘শেখ আব্দুল্লাহ বিন যেয়িদ অলে মাহমুদ’ অডিটোরিয়ামে ১ম জুনে সশস্ত্র বাহিনীদের জন্য ১৮তম কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন হেফজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কাতার সশস্ত্র বাহিনীর প্রধান ‘তাইয়ার গানাম বিন শাহিনুল গানাম’ এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সশস্ত্র বাহিনীদের হেফজ প্রতিযোগিতার আয়োজক ‘আলী আহমেদুল বারেক’ জানিয়েছেন: কাতারে সশস্ত্র বাহিনীদের জন্য ১৮তম কুরআন হেফজ প্রতিযোগিতায় প্রায় ১০৮ জন মোট সাতটি বিভাগে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন: ২৮ জন প্রতিযোগী একে অপরের সঙ্গে সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা হেফজ, ২০ পারা হেফজ, ১৫ পারা হেফজ, ১০ পারা হেফজ, ৫ পারা হেফজ এবং ৩ পারা হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আলী আহমেদুল বারেক বলেন: গত বছরে ৭৮ জন অংশগ্রহণ করেছিলেন এবং এর মধ্যে ৬২ জন (৮০ শতাংশ অংশগ্রহণকারী) ভাল নম্বর পেয়েছে।
1424942

captcha