IIDR ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রশিক্ষণ কোর্স ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এ্যান্ড ইসলামিক রিসার্চ এবং উলুমুল কুরআন একাডেমি ব্রিটেনের উদ্যোগে আয়োজিত হওয়ার কথা রয়েছে।
বিশিষ্ট ক্বারি, কুরআন প্রশিক্ষক ও তাজবিদ সংক্রান্ত ৭টি গ্রন্থের প্রণেতা শেইখ হাফস আল-কাযী এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন।
কোর্সে তাজবিদের সাধারণ ব্যবহৃত নিয়মাবলী, সকল হুরুফের সঠিক উচ্চারণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দান করা হবে।
বলাবাহুল্য, ‘কুরআনে কারিমে ভ্রমণ’ শীর্ষক অপর একটি কোর্স আগামী ৫, ৬, ১০ ও ১১ই জুলাই লন্ডন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পবিত্র কুরআনের বিষয়ে অবগত করার উদ্দেশ্যে পরপর ৭ বছর এ কোর্স অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এ কোর্সে পবিত্র কুরআনের ১০০০ টি শব্দের অর্থ, পবিত্র কুরআনে বর্ণিত ঘটনাবলী এবং এগুলোর শিক্ষা, ১১৪টি সূরার সংক্ষিপ্ত পরিচয় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তুলে ধরা হবে। এর পাশাপাশি দৈনন্দিন জীবনে পবিত্র কুরআনের শিক্ষা প্রয়োগের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।