IQNA

দুবাইয়ে ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান

23:54 - July 18, 2014
সংবাদ: 1430861
আন্তর্জাতিক বিভাগ: দুবাইয়ে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ১৫ই জুলাই ৮০ জন প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

‘KT’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘দুবাই অ্যাওয়ার্ড’ শিরোনামে ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহিম বু-মুলহা জানিয়েছেন: ১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১৪ই জুলাই অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় চলতি বছরেও পবিত্র রমজান মাসে দুবাইয়ের শাসক এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সমর্থনে ১২টি বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরে ১০ দিন ব্যাপী উক্ত কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৫ই জুলাই অনুষ্ঠিত হয়েছে।
১৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর দায়িত্বে হিসেবে সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, লেবানন, সৌদি আরব এবং ইরাকের বিশিষ্ট ক্বারিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইসলামী দেশের বিশিষ্ট ওলামাগণ, কনস্যুলেট, কূটনীতিক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
1430280

captcha