IQNA

মৌরিতানিয়ায় হাফেজদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

11:28 - August 09, 2014
সংবাদ: 1437263
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মৌরিতানিয়ায় পবিত্র কুরআনের হাফেজদের প্রথম সম্মেলন গত বৃহস্পতিবার (৭ই আগস্ট) এদেশের রাজধানী নুওয়াকশুতে অনুষ্ঠিত হয়েছে।


মৌরিতানিয়ার বার্তা সংস্থা আল-আখবারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন মৌরিতানিয়ার বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতায় ‘হাফেজে কুরআনদের লাইফ স্টাইল’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।

মৌরিতানিয়ার উল্লেখযোগ্য সংখ্যক পেশ ইমাম এতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন কুরআনিক কর্মসূচীর মধ্য দিয়ে এ সম্মেলন অব্যাহত থাকে।

‘কুরআন শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার’ ও ‘কুরআন প্রশিক্ষণের ফজিলত’ ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, আফ্রিকার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত দেশ মৌরিতানিয়ার মোট আয়তন ১,০৩০,৭০০ বর্গ কিলোমিটার। এ দেশের সকল জনগণই মুসলমান।#1437097

captcha