আমিরাতে প্রিন্টকৃত আল বায়ান সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১১তম কুরআন হেফজ প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’এর কমিটি জানিয়েছে: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ (দুবাইয়ের স্থানীয় অধিবাসীদের) করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলীর নাম নিবন্ধন পর্ব এখনও অব্যাহত রয়েছে।
‘দুবাই পুরস্কার’ কুরআন হেফজ প্রতিযোগিতার কমিটির প্রধান ‘ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা’ জানিয়েছেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলীর নাম নিবন্ধন www.quran.gov.ae সাইটে প্রবেশ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
‘দুবাই পুরস্কার’ কুরআন হেফজ প্রতিযোগিতার কমিটির সদস্য ‘মুহাম্মাদ আব্দুর রহিম সুলতানুল ওলামা’ জানিয়েছেন: ‘দুবাই পুরস্কার’ কুরআন হেফজ প্রতিযোগিতা আমিরাতের নারী ও পুরুষদের জন্য ৪র্থ নভেম্বরে অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতার শেষে বিজয়ী ১০ জনের নাম ঘোষণা করা হবে।
1461009