IQNA

মুসলিম নারী আর্কিটেক্টের প্রথম মসজিদ

16:03 - November 10, 2014
সংবাদ: 1471896
সাংস্কৃতিক বিভাগ : তুরস্কের ‘শাকিরিন’ মসজিদটি একজন নারী আর্কিটেক্টের প্রথম মসজিদ যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।



Ilmfeed ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এশিয়ার অন্তর্ভুক্ত ইস্তাম্বুলে অবস্থিত এ মসজিদটি ৫ বছরে (২০০৫-২০০৯) নির্মিত হয়েছে। যা তুরস্ক ও বিশ্বের অন্যতম অত্যাধুনিক মসজিদ হিসেবে বিবেচিত।
আর্কিটেক্ট যায়নাব ফাদিলিলি উগলু, উসমানি শাসনামলের ভবন নির্মাণ পদ্ধতি অনুকরণ করে ঐ মসজিদটির নকশা তৈরী করেন। যাতে নামাযের স্থানের উপর রয়েছে একটি বৃহত গম্বুজ, কয়েকটি মিনার এবং এর বাইরে একটি বড় উঠান। মসজিদটিতে রয়েছে ৩৫ মিটার উচ্চতার দু’টি সুদৃশ্য মিনার। আর যে বিষয়টি এ মসজিদকে অন্যান্য মসজিদ থেকে আলাদা

করে রাখে তা হল মসজিদটির অভ্যন্তরিন ডিজাইন, যা অসাধারণ এবং অত্যাধুনিক। রাতে মসজিদটি আরো দর্শনীয় হয়ে ওঠে।

এর নীল রঙের মেহরাবটিও সম্পূর্ণ অত্যাধুনিক। আর এর দেয়াল ও ছাদ মহান আল্লাহর পবিত্র নাম ও পবিত্র কুরআনের আয়াত দ্বারা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে।

1471740

captcha