IQNA

কুফা শহরকে ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে নির্বাচনের আলোকে আন্তর্জাতিক উৎসব

23:46 - November 10, 2014
সংবাদ: 1471942
আন্তর্জাতিক বিভাগ: ১৪০০ বছর আগে হযরত ইমাম আলী (আ.), ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে পবিত্র নগরী কুফাকে নির্বাচন করেছেন। আর এজন্য ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে ২০১৫ সালের ১ম মে’তে বিশেষ উৎসব অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ উৎসব অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযারের কর্তৃপক্ষের সঙ্গে গ্রেট কুফা মসজিদের কর্তৃপক্ষে বৈঠক হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযার পরিচালকের উপদেষ্টা যোহায়ির শোরবা বলেন: আমরা বর্তমানে ১৪৩৬ হিজরিতে বসবাস করছি। এ দিক থেকে বিবেচনা করলে পরিলক্ষিত হয় যে, আজ থেকে ১৪০০ বছর আগে ইমাম আলী (আ.), ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে পবিত্র নগরী কুফাকে নির্বাচন করেছেন এবং ইমাম আলী (আ.)  ১৪০০ বছর আগে  ১২ই রজবে কুফায় প্রবেশ করেছিলেন। আর এজন্য ১৪৩৬ হিজরির ১২ই রজবে (২০১৫ সালের মে মাসের প্রথম তারিখ) বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এক আড়ম্বর উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি আরও বলেন: এ আন্তর্জাতিক উৎসবের উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বুদ্ধিজীবীদের গবেষণার আলোকে সম্মেলন, কবিতা প্রতিযোগিতা, কুরআনিক বিজ্ঞান ও তেলাওয়াত প্রতিযোগিতা, প্রবন্ধ, লিপিবিদ্যা, আলোকসজ্জা এবং গ্রন্থ মেলার আয়োজন করা হবে এবং উক্ত আন্তর্জাতিক উৎসব ১৪৩৬ হিজরি ব্যাপী অব্যাহত থাকবে।
1471265

captcha