‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ সম্মেলন তুরস্কের ইসলামী দিয়ানাত প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
পাঁচ দিন ব্যাপী উক্ত শীর্ষ সম্মেলনে ল্যাটিন আমেরিকা থেকে ৭৬টি মুসলিম ওলামা অংশগ্রহণ করবে।
তুরস্কের দিয়ানাত প্রতিষ্ঠানের প্রধান মিহমাট গুরমাজ জানিয়েছেন: বিশ্বের সকল মুসলমানদের ইসলামিক শিক্ষা প্রদানের জন আমরা একটি উদারতা প্রচারাভিযান চালানোর পরিকল্পনা গ্রহণ করেছি।
এ শীর্ষ সম্মেলন উদযাপনের জন্য ইউরেশীয় ইসলামী কাউন্সিল, আফ্রিকান কাউন্সিলের ধর্মীয় পণ্ডিতগণ, ইউরোপিয়ান মুসলমান, কালকানাসের ধর্মীয় শীর্ষ নেতাগণ এবং মুসলিম বিশ্ব শান্তি সংস্থার সদস্যগন সহযোগিতা করবে।
‘ঐতিহ্য নির্মাণ ও আমাদের ভবিষ্যৎ’ শিরোনামে উক্ত শীর্ষ সম্মেলন ল্যাটিন আমেরিকার মুসলমানদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করা হবে এবং ধর্মীয় পরিষেবা ও সহযোগিতার আলোকে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, শীর্ষ সম্মেলন ১১ই নভেম্বর শুরু হবে এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1471986