IQNA

অস্ট্রিয়া’য় ‘আল্লাহ কোথায়’ শীর্ষ গ্রন্থের মোড়ক উন্মোচন

22:00 - November 12, 2014
সংবাদ: 1472765
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ায় ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৬ নভেম্বর ‘আল্লাহ কোথায়’ শীর্ষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ গ্রন্থটি বিভিন্ন ধর্মের চিন্তাবিদ ও পণ্ডিত ব্যক্তিদের প্রচেষ্টায় রচনা করা হয়েছে। যারা মহান আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাদের নিকট স্পষ্ট করার জন্য এ গ্রন্থে চেষ্টা করা হয়েছে বিভিন্ন ধর্ম ও মাযহাবের চিন্তাবিদদের ভাষায় মহান আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার।
ইসলাম ধর্মের প্রতিনিধি মুহাম্মাদ রাজাভী রাদ, ইহুদী ধর্মের প্রতিনিধি উলিন গুদাম টাও, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি গখ ফিশার ভিগারহার্ড ভিসগার্ড, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি ফ্রানজ গাওয়ায়িনার ফ্রান্সেল এবং হিন্দু ধর্মের প্রতিনিধি মনি মহারাজ ও দাসনুস হারিদু উক্ত গ্রন্থটি রচনার ক্ষেত্রে জড়িত রয়েছে।
1471634

captcha