IQNA

রাশিয়ায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

22:52 - November 13, 2014
সংবাদ: 1472889
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার কিলুমিফিস্ক শহরে মুসলিম আধ্যাত্মিক প্রশাসনের পক্ষ থেকে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে কিলুমিফিস্ক শহরে উদ্বোধন হয়েছে। রাশিয়ান সমাজে মুসলমানদের নতুন প্রজন্মের প্রশিক্ষণ, মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতি বিকাশ, শান্তিপূর্ণ সহাবস্থান শিক্ষার বিকাশ এবং বিভিন্ন জাতি ও ধর্মের মধ্যে সম্মান প্রদর্শন সহ অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এ কেন্দ্র সংগঠিত হয়েছে।
মস্কোর পোডলস্ক অঞ্চলের সংখ্যালঘু মুসলমানদের নেতা রুস্তাম দাউদ ওফ জানিয়েছেন: এ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি ছোট ও বড় এবং রাশিয়ার অধিবাসী ও যারা রাশিয়ার বাহিরে জীবন যাপন করছেন, তারা যদি ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে তাদেরকে সর্বোপরি সহযোগিতা করবে।
1471865

captcha