কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন পাঞ্জাব প্রদেশের ‘নুরপুর টহল’ শহরে শামসুল কুরআন আঞ্জুমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
কুরআনের মহত্বের আলোকে বার্ষিক সম্মেলন ১৯শে নভেম্বর এশা’র নামাজের পর ‘পাহাড়ইয়ানুওয়ালী’ নামক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে পাকিস্তানের বিশিষ্ট ওলামা ও চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন এবং পবিত্র কুরআনের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
উল্লেখ্য, পাকিস্তানে মোট ১৭ কোটি জনগণের মধ্যে প্রায় ৯৫ শতাংশ জনগণ মুসলমান এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পর পাকিস্তানে শিয়া মুসলমানের সংখ্যা বেশী।
1474575