IQNA

তুরস্কে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘ধর্ম ও মানবাধিকার’ উদযাপন

23:23 - November 19, 2014
সংবাদ: 1475318
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের কুনিয়া শহরে ১৮ই নভেম্বর বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিনিধির উপস্থিতিতে ‘ধর্ম ও মানবাধিকার’এর আলোকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

তুরস্কের ‘TRT’ খবর নেটওয়ার্কের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে বিশ্বে বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি স্থাপন এবং শান্তি প্রক্রিয়াকরণ ও শিক্ষার আলোকে আলোচনা করা হয়েছে।
তুরস্কের কুনিয়া শহরের সালজুক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষামুলক এ সম্মেলনের মুল বিষয়বস্তু হিসেবে ‘শান্তির আইন’ নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন ভাষা এবং ধর্মের লোক বিশেষকরে কোস্টা রিকা, কানাডা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী এ সম্মেলন ১৯শে নভেম্বর শেষ হবে।
1474871

captcha