IQNA

পাকিস্তানে ইমাম জয়নুল আবেদীন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত

23:54 - November 20, 2014
সংবাদ: 1475463
আন্তর্জাতিক বিভাগ: ইমাম জয়নুল আবেদীন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন শহরে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২৫শে মুহাররম ইমাম জয়নুল আবেদীন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন হোসাইনিয়া ও মসজিদে দিনে ও রাতে মাতম, মর্সিয়া ও শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় ওলামাগণ এ উপলক্ষে ইমাম সাজ্জাদ (আ.)এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
উক্ত শোকানুষ্ঠান কোয়েটা সহ পাকিস্তানের বিভিন্ন শহরে ১৮ই নভেম্বর শুরু হয়েছে।
1474954

captcha