IQNA

সারায়েভোতে ইমাম খোমেনী (রহ.) এর স্মরণসভা

7:56 - May 31, 2013
সংবাদ: 2541170
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ সভা সারায়েভোতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে উদ্যোগে আগামী ৩রা জুন অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ স্মরণসভা সারায়েভোতে বসবাসরত ইরানিদের উপস্থিতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বক্তৃতা, চলচ্চিত্র প্রদর্শন এবং দলীয় সঙ্গিত পরিবেশন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান বিষয়ক বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে।#1235586
captcha