IQNA

সুইডেনে ইমাম কাযিম (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত হবে

7:57 - May 31, 2013
সংবাদ: 2541171
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ৭ম ইমাম হযরত মুসা কাযিম (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান আগামী ৪ জুন সুইডেনের ইমাম আলী সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : স্টকহোমে অবস্থিত ইমাম আলী (আ.) সেন্টারের এক বিজ্ঞপ্তির ভিত্তিতে এ শোক অনুষ্ঠান ইমাম কাযিম (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কেন্দ্রের নামাযের স্থানে অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, মহান এ ইমাম (আ.) এর যেয়ারত পাঠ, মার্সিয়া পরিবেশন ও বক্তৃতা ইত্যাদি।
আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।#1235605
captcha