মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজারবাইজানে ইসলামিক পার্টি সংগঠিত হওয়ার পর থেকে এদেশর সরকারের পক্ষ থেকে কঠোর দমন, তাদের স্বীকৃতি বাতিল করা সত্ত্বেও ইসলামিক পার্টির সদস্যরা এ দলের সভাপতির সমর্থনে ১২ লাখ ৪০ হাজার স্বাক্ষর প্রদান করেছেন।
আজারবাইজানে মুসলমানদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। উক্ত পার্টির পদত্যাগ প্রাপ্ত সভাপতি বলেছেন, এই পার্টিতে দশ হাজার সদস্য ছিল। অমিদ সুপ্রিম দলের প্রধান আনোয়ার আগাজাদে এক সাক্ষাৎকারে ধর্মীয় নেতা ইকবাল আগাজাদেকে বলেন, বর্তমান এই পার্টির সদস্য সংখ্যা ৫৭ হাজার।
1249831