বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ সংস্থার সাধারণ সম্পাদক অওন আলী খালফান এ কর্মসূচী সম্পর্কে বলেছেন : দুস্থ রোজাদারদের ইফতারী প্রদানের উদ্দেশ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। যাতে এ পবিত্র মাসে সকলে মহান আল্লাহর রহমত হতে উপকৃত হতে পারে।
“তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা মাতা-মাতার জন্যে, আত্মীয়-আপনজনের জন্যে, এতিম-অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোন সত্কাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালভাবেই আল্লাহর জানা রয়েছে।” [বাকারাহ : ২১৫] –এ আয়াতের প্রতি ইশারা করে তিনি জানিয়েছেন : তানজানিয়া, কেনিয়া, বলিভিয়া ও ম্যাডাগাস্কারে এ কর্মসূচী বাস্তবায়িত হবে।
এ কর্মসূচী ব্যাপকভাবে বাস্তবায়নের জন্য সংস্থার পক্ষ হতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।#1252848