IQNA

কাতিফের বিশিষ্ট আলেম ও শিয়া খতিবের ইন্তিকাল

14:07 - July 14, 2013
সংবাদ: 2561206
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : সৌদি আরবের কাতিফ অঞ্চলের বিশিষ্ট শিয়া আলেম ও খতিব ‘আলী হাসান আল-তাভিল’ গত শুক্রবার ১২ই জুলাই ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
‘রাছেদে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের কাতিফ অঞ্চলের বিশিষ্ট আলেম আলী হাসান আল-তাভিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মরহুমের জানাযা একইদিনে ‘আল-জাশশি’ ইমামবাড়ীর সামনে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট এ আলেম দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও কখনও জ্ঞান অর্জন হতে দূরে সরে যাননি। তিনি বহু গ্রন্থ সংগ্রহ করেছেন এবং যারা তার উদ্দেশ্যে বই পড়তো তিনি তাদের কথা অত্যন্ত মনোযোগের সাথে শুনতেন।
তিনি দীর্ঘ ৮০ বছর যাবত বিভিন্ন মেম্বর হতে আহলে বাইত (আ.) এর প্রশংসা করেছেন।#1256935
captcha