মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কিরগিজস্তানের মুসলিম তথ্য প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, মিশরের ক্বারিগণ ১১ই জুলাই বিসকেকের কেন্দ্রীয় মসজিদের খাদিমদের সঙ্গে সাক্ষাত এবং পরিদর্শনের জন্য এসেছেন।
মিশরের হাফেজ এবং ক্বারিগণ কিরগিজস্তানের নয়টি প্রদেশ ও শহরে ভ্রমণ করবে এবং পবিত্র রমজান মাস জুড়ে বিভিন্ন মসজিদের ইমাম হিসেবে নিজেদের কর্ম পরিচালনা করবে।
1256753