রাজনৈতিক বিভাগ: গ্রিকের টাসালুনিকি শহরের মেয়র, তুর্কি পররাষ্ট্র মন্ত্রী ‘আহমেদ দাউদ ডাগুলু’কে টাসালুনিকি শহরের জামে মসজিদে ৮ম আগস্টে পবিত্র রমজান মাসের সমাপনই অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গ্রীস এবং তুরস্কের মধ্যে ইসলামী সম্পর্ক বৃদ্ধির জন্য টাসালুনিকি শহরের মেয়র ‘ইয়ানিস বেভেটারিস’ তুর্কি পররাষ্ট্র মন্ত্রী ‘আহমেদ দাউদ ডাগুলু’কে নিমন্ত্রণ করেছেন।
টাসালুনিকি শহরের মেয়র ‘ইয়ানিস বেভেটারিস’ তুর্কি পররাষ্ট্র মন্ত্রীকে এই শহরের জামে মসজিদ পরিদর্শন এবং এদেশে বসবাস কৃত তুর্কি ভাষী এবং গ্রিক মুসলমানদের সাথে সাক্ষাৎ করার জন্য আহ্বান জানিয়েছেন।
1260140